কলমেঃ রোকেয়া ইসলাম (নিশা)
চাঁদ ঢেকে যায়,
সূর্য হাসে,
ঘুমটা শুধু
আমায় ভালোবাসে!
পাখিরা গান গায়,
সকাল ডাকে,
ঘুম যে ভাঙে না,
মায়ের হাঁকে!
চা ঠান্ডা হয়,
ঘড়ি দেয় টিক টিক,
তবু আমি স্বপ্নে
ঘুরছি চিকমিক!
সকাল গড়িয়ে
বিকাল হয়,
তবুও আমি
ঘুমের রাজ্য রয়।
সূর্য হাঁপিয়ে,
ডুবে যায় শেষে,
ঘুমের রাজ্য আমি
তখনও যায় ভেসে।