কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
আমার হৃদপিণ্ডটা বিশুষ্ক তিস্তা নদী
আঁখি দুটো ক্রোধান্বিত, খরা দগ্ধ রক্তলাল,
মস্তিষ্ক উন্মাদের স্মৃতি এলোমেলো
তুমি পতি পরমেশ্বরের বাহুবন্ধনে নিশি সকাল!
পরিত্যক্ত আসবাবপত্রের মত একদিন
ছুঁড়ে ফেলে দিলে আমায় ভাগাড়ে,
বিশ্ববিদ্যালয়ের ঝাউ বনে ওষ্ঠে চুম্বন একে বলেছিলে
ঘর বাঁধবো দু’জন, নেমে যাও টাকার জোগাড়ে!
কিসে কম ছিলো আমার?
গাড়ী বাড়ী, সরকারি কর্মকর্তা,
তোমার পরিবার সমতুল্য হতে
গরীব দুঃখীর টাকা, মেরে দিলাম যথাতথা!
সত্যি করে বলো শেষবারের মত
তুমি কি আমায় চেয়েছিলে মাত্র একটা সম্ভোগের রাত্রি?
তাই নিরাভরণ হয়েছিলে উদাম-দিগম্বর সেই পূর্ণিমায়
কামার্ত করে আমায় করেছিলে সহযাত্রী!
বিবসনা নারী পারে পুরুষকে হায়েনা রূপে নিতে
জানানা জানে, কিভাবে অরুণি আতসি কাঁচে আগুন জ্বালায়,
হৃদয়গুহায় লাভার তীর বিদগ্ধ তীব্র জ্বালা
সে সব স্মৃতি স্মরণে নিশি জাগি, নিদ্রা পালায়!