কলমেঃ মৌমিতা রহমান
===============
ঘুরতে যেতে চাই বহুদিন হলো আমি
শিশির ভেজা পথে,
যে পথটা শেষে কোন বালুচরে মেশে।
দেখবো সেথায় কাশফুল আমি,
মাখবো গায়ে রোদ,
নতুন করে সৌন্দর্যের উঠবে জেগে বোধ।
ফড়িং গুলো যাবে উড়ে নদীর দুধার বেয়ে,
নদীতীরটা উঠবে তখন কাশফুলে ছেয়ে।
ডুবসাঁতারে পাড়ি দেবে পানকৌড়ির দল
বুনোফুলে শিশির ফোটা করবে টলমল।
শুকনো পাতা পড়বে ঝরে সবুজ ঘাসের মাঝে,
মাছরাঙাটা রইবে চেয়ে রুপালি পুঁটির খোজে।
নৌকা বেয়ে সেই নদীতে ভেসে যাবো ভাবি।
বল না তোরা কে কে আছিস সঙ্গে আমার যাবি?