মানুষের জীবন কেটে যায় এক ঘোরে
জীবন কোন একদিন টেনে হেঁচড়ে নিতে হয় জোর করে
স্থবির হয়ে যেতে-যেতে থেমে যায় পথচলা
পথের সাথী বিহীন চলতে হয় তখন একলা!
ভালোবাসা ভগবান প্রদত্ত এক ঘোর
হেথা চলে না নিজ ইচ্ছার জোর,
চলতে পথে কাউকে লেগে যায় ভালো
সে-ই একমাত্র সারা জীবন পথ চলার আলো!
তাকে চাইতে পাইতে সংগ্রাম যুদ্ধে একদিন ঘর বাঁধা
সে ঘরে একজন কৃষ্ণ তো যমুনার কূলে অন্যে রাঁধা!
সব চেয়ে সমাজ-সংসারের ভালবাসায় সহস্র বাঁধা
শুরু শেষ, জীবন সংসার সন্তান নিয়ে সুখ দূঃখে কাঁদা!
এমনি ঘোরে কেটে যায় জীবন পথ পরিক্রমা শেষ
চলে যেতে হয় অলক্ষ্যে এসে যায় মরণ আবেশ!
মায়া-মমতা ভালবাসার ঘোর না যদি থাকতো
মানুষের কেমনে এই দুনিয়ায় সময় কাটতো?