কলমে: মোঃ জাবেদুল ইসলাম
চলো দুরে কোথাও বেড়াতে যাই,
তুমি আর আমি দুইজনে মিলে।
যেখানে মানুষের কোন লরব নাই,
মেঘ মুক্ত আকাশে এক বিকেলে।
তিস্তার পাড়ে হাটছি তুমি আমি,
কি অপরূপ দৃষ্টি চেয়ে চেয়ে থাকি।
তোমার কাজল কালো আঁখি দৃশ্য,
বিধাতার সত্যিকারের দারুণ সৃষ্ট।
নদীর কুল কুল ধ্বনি বাজে কানে,
তুমি শুধু আছো আমার হৃদয় প্রাণে।
চলো দুরে কোথাও বেড়াতে যাই,
যেখানে প্রজাপতিরা স্বপ্নডানা মেলে।
দুর পাহাড়ের ওপারে যেখানে মেঘ,
ঠেকে যাওয়া জমাট বাঁধে সেখানে।
রামধনু সাত রঙে রঙ ছড়িয়ে দিয়ে,
পূর্ব আকাশে ধনুকের মতো গোল হয়।
পাখিদের দল বেঁধে চলে দুর দেশে,
সন্ধ্যা হলে তারা আপন নীড়ে আসে।
আমিও তোমাকে নিয়ে কোথাও যাই,
ঘুরে ফিরে আসি মোরা ভালোবেসে।
মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা, হাতীবান্ধা
লালমনিরহাট, বাংলাদেশ।