কলমেঃ মায়া পারভীন
বাঁশ বাগানের মধ্য থেকে
হুতুম পেঁচার ডাক শুনি
মনটা আমার আনচানিয়ে
জানিনা কোন দিন গুনি।
আকাশ ভরা তারা দেখে
চাঁদের আলোয় মন ভুলি
অমাবস্যায় নিকষ কালো
জানিনা কোন সুর তুলি।
আপন মনে গাঁথছি মালা,
ভুলে গেছি সে সুরগুলো
আঁধার রাতে বাজে হৃদে
সুসময়ের সে দিনগুলো।
সুরগুলো আজ বেসুরে
বাজে এই হৃদ পিঞ্জরে
খুঁজে ফিরি একতারা
বেহালারও তার ছেঁড়া।
কে যেন ডাকছে আমায়
এই নিশীথ অন্ধকারে,
শুনি নীরবে হৃদয়ে বাজে
সেই পুরাতন নাম ধরে।
জোনাকির আলো দেখি,
নিকষ কালো আঁধারে,
পূর্ণিমাতে মেঘে ঢাকা
আকাশ কাঁদে অঝোরে।