মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১২:২৭ অপরাহ্ন

কবিতাঃ চোখের আর্শিতে মোহ

Coder Boss
  • Update Time : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২১ Time View

কলমেঃ মারিয়া শাইরি
=============

বিষাদের সাথে সখ্যতা গড়েছি সুখ পালিয়েছে দূরে;
মায়া মেঘের সাথে দল বেঁধেছি ক্লান্তি নিয়েছে পরে।

কেউ‌ চেয়েছে কেউ চায়নি চোখের আর্শিতে মোহ!
অলীক আকাঙ্ক্ষা চেতনা নিভিয়ে খুঁজেছে মেকি দ্রোহ।

বনের তালাশে ধরা দিয়েছে কতো অজানা পর;
দ্বিরুক্ত প্রেমে ছন্দ মিলেছে স্মৃতিতে ফেরেনি সে ঘর।

ঋতুর যতিতে বেড়েছে শুধু গাছের পত্র মেলা;
বসন্ত শ্রাবণে প্রণয়পাখি বাড়িয়েছে তার হেলা।

কখনো দেখেছি রূপ সাগরে সাধুর বসেছে হাট!
মনীষীদের উদ্ধৃতি গুলো দেখিয়েছে রঙিন ঘাট।

পদ্ম পাতার জল ছোঁয়া সুখ থমকে গেছে আজ ,
নিঃশ্বাসের ঝড় উঠেছে থেমে গেছে কত কাজ!

বর্ষা বিষে হারাই কিসে নৌকা ভেসেছে গাঙে;
মন দুয়ারী প্রভুর পূজারী রংধনুর সাত রঙে।

বেদনা মশাল মিছিল নিয়ে দেখেছি তোমার রূপ
মিথ্যে পথের পথিক ছিলে পাপের ছিলে দিয়ে ডুব।

চরণ তলে ঠাঁই খুঁজেছি প্রভু ভেবেছি মনে;
তুমি কেমন অমানিশা মুখোশ খুলেছো ক্ষণে।

প্রখর রোদের তাপে সেদিন খুঁজে ফিরেছি ছায়া,
জানা ছিল না গাছে গায়ে লেগে আছে তোমার মায়া।

চাঁদের কিরণ জোৎস্না রাতে আলো দিয়েছে ঘরে;
কুসুম রাগিনী রজনী ফুলে ভালোবাসা হীন মরে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102