মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা হাতীবান্ধা
লালমনিরহাট, বাংলাদেশ।
লাল সবুজের পতাকা নিয়ে
আসলো স্বাধীনতা।
লাল সবুজের পতাকার মাঝে,
ঘুচলো পরাধীনতা।
নয় মাস যুদ্ধ করে বুকের,
তাজা রক্ত ঢেলে।
বাংলাদেশ স্বাধীন করে ওরা,
ফিরলো মায়ের কোলে।
ত্রিশ লাখ প্রাণ শহীদ হলো,
উনিশো একাত্তর সালে।
দুলাখ মা বোন সম্ভ্রম দিলো,
বাংলার স্বাধীনতার তরে।
ছাব্বিশ মার্চ বাঙালি জাতির,
গর্ভ ভরা সেই দিন।
বিশ্বমানচিত্রে এঁকে দিলো,
স্বাধীন দেশের চিহ্ন।