প্রত্যেকের জীবন শুরু হোক নতুন নতুন
ভাবনা চিন্তা স্বপ্ন আর আশা নিয়ে
একজনকে সৃষ্টি করা একটা শিল্প
তাকে খুঁজে পাওয়া একটা উপহার
সে আমার পাশে থাকা একটা গুন।
দুজন দুজনের হতে পারা একটা সম্মান
এটা সম্পর্ক,যে সম্পর্কের বিশেষ কোনো নাম নেই
খুব ছোট্ট একটা শব্দ হলো সম্পর্ক
তবে ভীষণ কঠিন,সম্পর্ক গড়ে টিকিয়ে রাখা
এই সম্পর্ক টিকিয়ে রাখা সংস্কৃতি, অলংকার
নিজের অজান্তেই এই সম্পর্ক আত্মায় মিশে যায়।
তবে কিছু সম্পর্ক যতই নিজে আন্তরিক হই না কেন
কিছু লোকের কাছ থেকে সম্পূর্ণ আন্তরিকতা পাই না
তাতে দুঃখিত হওয়ার কষ্ট পাওয়ার কিছুই নেই
তারা কখনো কাউকে প্রশংসা করতে পারে না
তাই বলবো,পরিচয় সবার সাথে হোক
সম্পর্ক শব্দটা কখনো সবার সাথে করবে না।
কখনো কখনো সময় বলে দেয়,বদলে দেয় সম্পর্ক
যদি যত্ন নেওয়া যায়,পরিচয় বা সম্পর্ক সুন্দর থাকে
প্রতিটি সম্পর্কে মান-অভিমান থাকুক
তাতে কখনো কোন সময় যেন অভিনয় না থাকে।