কলমেঃ মোহাম্মদ সিরাজুল ইসলাম।
নিঝুম রাত আমার ভাঙা মন
হয়ে যায় মরা লাশ,
কত গল্পেরা লিখে যায় আমি
না লেখা উপন্যাস।
কত সংসার জীবন ছন্দে রোজ
ভেঙে যায় প্রিয় ঘর,
বিপদের বেলা আপন স্বজনই
হয়ে যায় সব পর।
সময় বড় হেয়ালি থাকেনা সে
রাজাও ভিখারী হয়,
অন্ধ বদি রঞ্জুর হরষে দেয়
গর্বের পরিচয়।
রাতের শেষে প্রভাত আসে
পাখির ডাকে জাগি,
নিদ্রাহীন কেটে রাত আঁখির
তার লাল চোক্ষ রাগি।
মনের সাথে মনের রাগ আজ
আমার ভজনালয়,
হেয়ালি মন কেন জানি তবুও
দেয় গর্বের পরিচয়।