কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
জানি তুমি আসবে উল্কা বেগে
সাগরের উর্মিমালার চূড়ায় চেপে!
আমার হৃদয় গাঢ় স্পর্শে সিক্ত করতে
লক্ষ অযুত মাইল ঝেঁপে!
আসবে তুমি সমীরণ বেগে
বলরামের রথে চড়ে!
থাকবো আমি কবরীবন্ধ বেলীফুলের মালা পরে
বাংলার মসলিন শাড়ী পরে!
আমার দৃঢ়বিশ্বাস আসবে তুমি --
গ্রীক দেবী 'হেরার' উড়াল ঘোড়ায়!
প্রাচীর, কাটাতার সব বাধাবিপত্তি তুচ্ছ করে
ক্ষিপ্র বেগে টেনে নেবে বক্ষঃস্থলে আমায়!
তুমি আসবে ইন্দ্রজিতের মত
মেঘের আড়ালে বীর হয়ে ,
যত শত্রু বিভীষণ সম আড়াল করে
পরমাত্মা সূর্যরশ্মি গতিতে ধেয়ে!
আমি সীতা হার পরে থাকবো
ঝুমকার সাথে নোলক, মানতাসা মানাবে বেশ!
একহাতে চুড়, অন্য হাতে শাড়ী রংয়ের বালা
নুপুর, রুলি, কাকড়া বিছা, বিমোহিত রূপ বর্ননা
না হয় তোমার শেষ!