জানি না কেন আজ পড়ছে মনে,
কাটানো সবক্ষণ তোমার সনে।
জানি না কেন এতো ভাবছি তোমায়,
জানি না ভাবো কীনা তুমি আজ ও আমায়।
জানি না বাসতে কী ভালো কভু তুমি আমায়,,
বাসতাম ভালো বেসে যাবো ভালো এই আমি সদা তোমায়।
জানি না কেন মনে রেখেছি তোমায়,
জানি না পারবো কী কভু ভূলিতে তোমায়?
জানি না চাইতে কী তুমি আমারও কাছে,,
ভালোবাসা ছাড়া দেবার মতো আর কি কিছু আছে?
জানি না কি যে ভূল করেছি আমি,
জানি না কেন চলে গিয়েছ তুমি।
সারাদিন মনে প্রশ্ন জাগে কেমনে বাচিব তুমি বিনা?
দিনের শেষে উত্তর পাই জানি না।