কলমেঃ জান্নাতুল ফেরদৌস
আয়নার কি সাধ্য মানুষ চিনিবার!
শ্রী বৃদ্ধি যতই আনুক বাহ্যিকতায়।
সেতো দাম্ভিকতাকে ঈর্ষাণ্বিত করিবার ফাঁদ,
সত্য-মিথ্যের প্রভেদকারী দূর্ভেদ্য দেয়াল!
খোলস যতই মোহনীয় হউক
যদি ভেতরে তাহার থাকে কেড়ি,
রাজপ্রাসাদের ফলের ঝুড়ি ছাড়িয়া
ভাগ্যে জুটিবে আবর্জনার বাড়ি!
দুনিয়ালোভী সে আয়না তো মৃত,
তবু কেনো এতো বৃথা সাজসজ্জা উল্লাসে মাতো!
যে আয়না চিনিবে অন্তর !
কে মুমিন কে নকল, প্রত্যক্ষকারী অন্তরযামী!
সালাত হইলো সেই প্রকৃত আয়না!
প্রস্তুতিতে না রাখিয়াছ জায়নামাজ,
না ছিলো কোনো সাজসজ্জা,খুশবু,
ছিলো কোনো পেরেশানি!
ঘোরে পথ চলিয়াছ,
মাসের পর বছর।
না চিনিলা দুনিয়া!,
গড়িলা আখিরাতের ফসল!
জায়নামাজে বসিয়া যদি একটিবারও ভাবিতো,
ফেলিতা দু’ফোটা অশ্রুজল!
দুনিয়ার কষ্ট উদাহরণ হইতো,
মানবের জান্নাত হাসিলের নিদর্শন।