কবিঃ রওশন রোজী।
জীবন সান্ধায় হাজার প্রশ্ন এসে দাড়ায়
নিজেকে দাঁড় করায় মুখোমুখী
ভাগ্যের কড়িডোরে বাঁধা জীবন
কখন ও নিঃশ্বাসের কষ্ট হয়।
কখনো হারিয়ে ফেলি অন্ধকার কুঠিরে
ভালোবাসার অগাধ চাওয়া পাওয়া
হিসেবের খাতাটা যখন শুন্যে দাঁড়ায়
মনের উঠোনে দানা বেঁধে চলে নানান প্রশ্ন।
উত্তর খুঁজতে নিয়ে যায়
অতীতের স্মৃতি গুলোতে খাপছাড়া জীবনের
ঝড়বৃষ্টির খেলায় পরাজিত মনে জয়ের লড়াই
আদৌ কি ফিরবে নিয়মের বেড়াজালে বন্দীর মুক্তি।
না হেরে যাবে সব সময়ের ব্যবধানে কঠিন প্রশ্নের মাঝে
না শ্রষ্টার সৃষ্টির রহস্য দোহাই দিয়ে
ভাগ্যের হাতেই ছেড়ে দেওয়া
চলবে জীবনের গল্প,।
পথ হারা পথিকের নির্মম করুন সুর মিলে যাবে
না বলা কথা হারিয়ে খুঁজবে বেদনার কান্না গুলো
দিকের সন্ধান মিলবে কি?
না সুখের চাওয়া পাওয়ার বিষাদময় গল্পের আবির্ভাব ঘটবে।
মধুর স্মৃতির পাতায় নিঃশব্দে নীরবে চারিদিকে নিস্তব্ধতা কেটে ফিরবে কি আদৌ মন মাতানো সুগন্ধের সমারোহ
ভাঙ্গবে কি ভুল বুঝাবুঝি নৈসর্গিক সৌন্দর্যের আহ্বানে
জীবনের কোলাহল ছেড়ে নতুন জীবনে।