কলমেঃ বেলায়েত বাদল।
আঘাত পেয়ে টিকটিকিটার লেঁজটা গেলো ছুটে,
কেমন করে আপনতরো পূনরায় তা উঠে।
প্রয়োজন মতে বৃক্ষ হতে কাটলা কিছু ঢাল,
ফের সেখানে কুঁড়ি ছেড়ে ঢাকলো ঘরের চাল।
মা মরিলে কতক দিনে কেঁদে দুঃখ শোকে,
ভুলতে ব্যথা নিজ সন্তান বেঁধে রাখলে বুকে।
শিশুর মাতা মারা গেলে দাইমা হাজির হয়,
দুগ্ধ খেয়ে বুঝতে নারি আসল মায়ের নয়।
অন্য জাতের বুঝতে পেরে কাক দূরিলো ছানা,
বাসাবিহীন কোকিল এসে মেললো মায়ের ডানা।
নীল তিমিতে প্রতি হা তে খাচ্ছে মণের মণ,
কতক মাছে ডিম পেড়ে ফের হয়যে শতক টন।
ভাই ঠকিয়ে জায়গা নিয়ে হাসতেছো মিটমিটে,
ভাইয়ের ছেলে কোন কালে কিনবে তোমার ভিটে।
তোমার দ্বারে ভিক্ষা চেয়ে শূন্য হাতে ফেরে,
অন্য দ্বারে দিচ্ছে ভরে কলসখানি ঝেড়ে।
রয় ত্রাসনে নিচু জনে, ভাবলে পোঁকা-মাকড়,
যুগের পরে তারি ঘরে তোমার ছেলে চাকর।
এক ঘাটেতে ছ্যাঁকা খেলে অপর ঘাটে ছল্,
আরেক ঘাটে অপেক্ষাতে প্রেমের নিটোল জল।
গোল দুনিয়ায় জীবনচক্র বক্রাকারে ঘোরে,
অন্যজনা দাখিল হবে তুমি আস্তাকুঁড়ে!