মোঃ আব্দুর রাজ্জাক রঞ্জু
মহাস্থান কলেজ, বগুড়া।
সলিম দাদুর দু'খান বিবি
জায়গা হয় না খাটে,
মোটা দুজন বিবির চাপে
দুর্ভোগে রাত কাটে!
নড়াচড়া যায় না করা
যায় না একটু ঘোরা,
একটু এদিক হলে রে কাত
ওদিক ফুঁসে ঢোড়া!
বৈষম্যহীন ভালোবাসা
চায় যে সমান সমান,
একটু উনিশ বিশে তারা
কাকের আসর জমান।
মেপে মেপে আদর-সোহাগ
কম বেশিতে রশি,
মাঝে মাঝে ঠেলায় দাদুর
রাতটা কাটে বসি।
রাতের রেশে দুই সতীনের
চুলোচুলি ভোরে,
জোড়া বউয়ের জ্বালায় দাদু
বিছনা পাতে গোরে!
ছয় কেজি চাল জোড়া বউয়ে
দিনে করে সাবাড়,
ছুঁতো খুঁজে দু'জন বাঁধায়
লঙ্কাকাণ্ড আবার!
আহা! দাদুর ভীষণ জ্বালা
কেমন শখের বিয়ে,
অশান্তিতে মরছে দাদু
দু-দুটো বউ নিয়ে।