কলমেঃ সাহেলা সার্মিন
ভালোবাসলাম অযুত নিযুত
মনপ্রাণ দিয়া,
যখন যেথায় থাকি বন্ধু
জপে তোমায় হিয়া।
কেনো এমন হয় বলো
বুঝলাম না আজও,
ভাবতে তো চাই না তবুও
কেঁদে জড়ো জড়ো।
যেদিন তোমায় প্রথম দেখি
একটি ফটোগ্রাফে,
দুইযুগ হতে চললো
আটকে আছি অটোগ্রাফে।
ভাবনা গুলো একটু কমলে
আবার বেড়ে ওঠে,
মন প্রাণ পিষ্ট হয়
যেমন কড়াত কাটে কাষ্ঠে।
একটু হাফ ছাড়ার জন্য
বন্ধ করি কমিনেশন,
ভালো তাতেও থাকিনা মোটে
বাড়ে দিগুণ ডিপ্রেশন!