কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
দুর্দান্ত প্রখর তেজ দীপ্ত রবি চৈত্রের ভর দুপুরে
গোধূলী লগ্নে ম্রিয়মাণ তেজ হীন হলদে আভায়, ডুবে যেন পুকুরে!
মানবজীবন তেমনি কোন একসময় বড়োই কিরণ হীন রবির মতো
ভুলে যায় সবাই রবির প্রখর তাপে দাবানলের সৃষ্টি হতো!
বনের রাজা সিংহ ও একদিন অনাহারে ধুঁকে ধুকে মরে
শরীরে নেই সেই তাকাত নিজেই নিজের জন্য শিকার করে!
প্রকৃতির নিয়ম এতোই নিষ্ঠুর নির্মম মায়াদয়াহীন প্রতিশোধ
সবাই অজুহাত খোঁজে, এড়াতে চায় বোঝা, অসহায় স্মৃতি হাতরায় নিরুপায় অবোধ!
কতজনকে দেখেছি আত্মহত্যার পথ বেছে নিতে
জীবন চাকা আর ঘোরে না তবে একমাঘে দেখি নাই শীত যেতে!
বিশ্বের অনেক দেশে একাকিত্বের জীবন, মরে থাকে একা ঘরে
প্রেমিকা সন্তান কত আপন ছিলো তারা, কেউ খোঁজ নেয়না, একা থাকে মরে!
জাপানের অনেক সুরম্য বাড়ী খুঁজে পাওয়া যায় পড়ে আছে একটা লাশ
হয়তোবা মাসাধিক আগে কোন একসময় নিয়ে ছিলো শেষনিঃশ্বাস!
শেষ কথা মানুষ বড় নিষ্ঠুরতম প্রাণী, দ্রুত মৃত্যুর জন্য অক্সিজেন পাইপ বের করে টানি --
স্বার্থ দুবেলা ভাত দিতে অনিচ্ছা অথবা কারো মৃত্যু পাওনা দেনার সমাপ্তি দেয় আনি!