মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা
হাতীবান্ধা, লালমনিরহাট।
তুমি রহিম তুমি করিম,
তুমিই রহমান।
তুমি জগতের সর্বশ্রেষ্ঠ,
তুমিই বড় মহান।
তুমি করেছো সবে সৃষ্টি,
জগৎ জুড়ে সব।
তুমি হলে মহান প্রভু,
তুমি মোদের রব।
তুমি কর লালন পালন,
তুমি কর কর দয়া।
মাটির মানুষ বানায় তুমি,
দেখাও বড় মায়া।
তুমি করেছো চন্দ্র সৃষ্টি,
করেছো সৃষ্টি সূর্য।
সৃষ্টি করেছো আকাশ বাতাস,
তুমি সবার উর্ধ্ব।
তুমি করেছো পাহাড় পর্বত,
নদী সাগর বন।
সবে তোমার সৃষ্টি সেরা,
দয়াল তোমার মন।
গাছে দিয়েছো ফুল ও ফল,
নদীতে দিয়েছো জল।
চাঁদের আলোতে দৃষ্টি নন্দিত,
করে তাহা ঝলমল।
পাখির কন্ঠে কি মধুর সুর,
শুনতে ভালো লাগে।
তোমার সৃষ্টি কতো মহান,
মনে বড়ো প্রশ্ন জাগে।
একেক সৃষ্টি একেক রকম
কারো সাথে কারোর মিল নাই।
এখানেই প্রভুর সৃষ্টি স্বার্থক,
আমরা তাহা খুঁজে পাই।
পূর্ব গগণে রবির আলোতে,
ঝলমল করে চারিদিক।
গাছে গাছে ডাকে পাখিরা,
ছুটে চলে এদিকসেদিক।
সকল তোমার সৃষ্টি সেরা,
তোমার দেয়া দান।
সত্যি তুমি মহান প্রভু,
তুমিই বড় রহমান।