কলমেঃ ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ
==========================
তুমি এক নদী,
যার স্রোতে আমি হারিয়ে গিয়েছিলাম,
যার ডাকে আমি ঘর ভুলে ছুটেছিলাম।
কিন্তু নদীর জল কি কখনও কাউকে নিজের বলে রাখে?
তাই একদিন দেখলাম—
তুমি বহমান, আমি কেবল ভেজা তীরে পড়ে রইলাম।
তুমি বলেছিলে—
"স্রোতের সাথে চলতে শিখতে হবে।"
আমি বলেছিলাম—
"আমি তো তলিয়ে যেতে রাজি,
তবে কি আমায় ভাসিয়ে নেবে?"
তুমি শুধু হেসেছিলে,
সেই হাসির প্রতিধ্বনি আজও বুকে বাজে।
তারপর একদিন,
তোমার ঢেউয়ের গভীরতা মাপতে গিয়ে
আমি নিজের অস্তিত্ব হারিয়ে ফেললাম।
তোমার কোলাহলের মাঝে আমার নীরবতা ডুবে গেল।
তোমার স্রোতে ভেসে যেতে চেয়ে
আমি তোমার কূল হারিয়ে ফেললাম।
তুমি বললে—
"নদীর জল ধরা যায় না,
তাকে শুধু দূর থেকে দেখা যায়।"
আমি বললাম—
"তবে কি আমি শুধু পথের ধূলা?
যাকে তোমার পা ছুঁয়ে গেলেও মনে রাখবে না?"
তুমি বললে—
"তুমি বৃষ্টি হতে পারতে,
যাকে আমি বুকে নিতাম,
কিন্তু তুমি কেবল এক তৃষ্ণা হয়ে রয়ে গেলে।"
আমি বুঝলাম—
তুমি চলমান এক নদী,
যার কাছে আমি চিরকালীন এক ডুবসাঁতার,
যাকে সে কখনও আপন করে নেয় না।
তোমার বাস্তবতায় আমি শুধুই এক হারিয়ে যাওয়া ঢেউ,
আর আমার কল্পনায় তুমি—
এক অনন্ত সাগর।