কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
তুমি এলেনা না রিমঝিম বৃষ্টির রাতে
এলে না সমুদ্রের উর্মিমালার চূড়ায় চড়ে,
আমার মনের ফিনকি দেয়া লহু র উন্মাদনা নিয়ে অপেক্ষায়
খোলা জানালায় দেখি ঈগল জুটির সোহাগ বিছিন্ন হয় বৃষ্টির তোড়ে!
জড়সড় পাখী দম্পতি সিক্ত বৃষ্টি তে কূজনে মাতে
বেআবরু খোলা আকাশ তবু থেমে নাই তার বেলেল্লা লীলা!
মৌন গোধূলি কম্বল জড়ায়ে অপেক্ষায় গুনছি প্রহর
বেরসিক প্রেমিক তুমি এলো না কেন তবে কথা দিলা ?
রংধনু আবীর ছড়িয়ে নূপুর নিক্কণে ঝংকার তুলে, বর্ষা সরাবে বুদ আমি
সাকি শারাব প্রস্তুত মাতালের শীষ মহলে এ বাদল রাতে!
হৃদয়ের বীজ তলায় বর্ষার কাব্যে সিক্ত জাননা অপেক্ষায়
বুকের ভিতর আসার উন্মাদনা, কাটাবো যামিনী একসাথে!
তুমি এলে না একমুঠো বিশুদ্ধ প্রেমের অবগাহনে
প্রণয় বিষে জর্জরিত দেহের প্রতিটি অঙ্গ অপেক্ষায় বর্ষা বরণে!
নিঠুর এক আশাহত শিকারের প্রণয় জালে বন্দী
অশ্রু সিক্ত হই বার-বার তুমি শতবার আসো স্মরণে!