মনের মাধুরীতে দুঃখ করেছে দূর
তোমাকে খুঁজে পেয়েছি স্বর্গলোকের মৃত্তিকা আষাঢ়ের বৃষ্টির মতোন দিয়ে যাচ্ছ ভালোবাসা
তোমার বেনারসি শাড়িতে সুখের জলছাপ।
অমাবস্যার রাতকে সড়িয়ে জীবনে এনেছ অপরিসীম আলো
ঝিরঝির বাতাসে তোমার প্রেমের হাওয়ায় ভাসে মন তোমার বিশ্বস্ততায় আমার সব হাসি ঝরে
কবিতার শব্দরা ফিরে পায় পূর্ণ বাক্য।
তুমি ঝরনার জলের মতোন অকপটে
সব দুঃখ সরিয়ে করেছো সুখের চাষ
আমার পরিশ্রমি কপালে সব ঘাম মুছে দিয়েছে তোমার মিহি শাড়ির আঁচলে
প্রকৃত প্রিয়া হয়ে মুছে দিয়েছো চোখের অশ্রু সত্যিকারের ঘরনী হয়ে আমি এবং আমার মেয়েদের করছ আদর।