কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
তুমি বিশ্বের অধিশ্বর যা করো সৃষ্টি
'সৃষ্টির' কপালে লিখো, মরনে ই শেষ,
কেন তুমি মনে রাখো 'সৃষ্টির',
যত পাপপুণ্যের রেশ ?
জন্মিলে মরতে হবে
এতে তোমার সুখ,
আমরা মূঢ় অকিঁচন বান্দা
পেতে দেই বুক !
কেন তুমি চাও 'অগাকান্ত দাসের'
এত পূজা প্রার্থনা,
দীনহীন, কপর্দকহীন করে
দাও শত যন্ত্রণা ?
সাত বছরের মেয়ে ধর্ষক
কেমনে তুমি বাঁচাও,
নিরপেক্ষ ঈশ্বর সেজে
এমনি দাসকে নাচা ও!
কত কষ্টে হাসপাতাল বেডে
ব্যথায় চীৎকার তার ,
আছাড়ি পাছাড়ি ক্রন্দন
মেয়ের পাশে মার !
কেমনে তুমি চুপ থাকো
দেখে অনাচার ,
গরীব দূঃখী দুর্বল শিশু
নাইকি তার, বাচার অধিকার!
এ তোমার কেমন আচার কেমন বিচার
সাত আসমানে থেকে,
অত্যাচারী, খুনী, ধর্ষক
কি লাভ দুনিয়ায় রেখে?
কেউ যদি না 'ডাকে' তোমায়
কি'বা তোমার ক্ষতি,
তাতে তো যায় না থেমে
তোমার সৃষ্টির গতি !
তুমি ঈশ্বর, তুমি যীশু, আল্লাহ ভগবান
তোমার দ্যুতিতে দাসের, যত কলরব,
গরু মহিষ পাঠা 'বলি'
কি'বা তোমার লাভ?
রাম রহীম মাইকেল সুনীল
সবাই তোমার দাস,
কারো জন্য অগ্নি নরক
কারো স্বর্গে বাস !
সবার জন্য বরাদ্দ করলে
স্বর্গে আবাসন,
সব উপাসক শান্তিতে বাস
তাতে তোমার, কি'বা লোকসান ?
কয়েক হাজার 'ধর্ম' দুনিয়ায়
সবই তোমার সৃষ্টি ,
ধর্মে ধর্মে এত বিভেদ
সবইতো তোমার কৃষ্টি !
আমি কেন মুসলমান
রাম কেন হিন্দু,
পাঠালে তারে হিন্দুর ঘরে
অপরাধ তার, নাই এক 'বিন্দু' !
কোটি কোটি মহাসাগর জল সম
তোমার দয়ার নহর,
কোন 'পরানে' নিবা নরকে
তোমার 'দাসের' বহর ?