কলমেঃ শাম্মী তুলতুল
==============
তোমাকে অনেক ধন্যবাদ
আমার পৃথিবীতে আসার জন্য।
তোমাকে অনেক ধন্যবাদ
আমার বুকের শুন্যস্থান পুরণ করার জন্য।
তোমাকে শুকরিয়া আমাকে আধার রাতে
তারা দেখাতে নেওয়ার জন্য।
তোমাকে অনেক ধন্যবাদ
আমার শীতল হাত দুটো
উষ্ণতায় ভরিয়ে দেওয়ার জন্য।
হ্যা তোমাকে হাজারো ধন্যবাদ
আমাকে নতুন করে
এই পুরনো শহর ভ্রমণ করার জন্য।
তোমাকে অনেক ধন্যবাদ
সাগরের তীরে আমাকে
মুখ লুকোবার সাহস বাড়াবার জন্য।
তোমাকে অনেক ধন্যবাদ
তোমার হৃদয়টা উজার করে দেওয়ার জন্য।
তোমাকে অন্তর থেকে সহস্র ভালোবাসা
আমাকে তোমার হাত দিয়ে
নতুন করে সাজিয়ে তোলার জন্য।