কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
স্বর্গ বেহেশতে চাই না আমি
তোমায় শুধু চাই,
তোমায় নিয়ে জীবন কাটায়
হোক নরকে ঠাই !
শরাবে গলা আর্দ্র করার আগে
তোমায় পড়ে মনে অরব রাতে!
জীবনে পাওয়ার আকাঙ্ক্ষার নাই শেষ
ইচ্ছে হয় উপধা ন’টা তছনছ করি দু’হাতে!!
ভগ্নহৃদয় বিষন্ন মনে চাইনা কাটাতে রাত
উচ্ছাস উদ্দীপনা উদ্ভেদে বোতল হোক খালি!
অনিচ্ছুকতাঁর কোন নিমিত্তের ছল শুনবো না
দেহবল্লরী সৌন্দর্যমণ্ডিত মাংসপিণ্ড যেন অমৃতাংশু ফালি!
নরকে পুড়ে যতোই হই অঙ্গার
দূঃখ নাই সেতো এপারে নয় পরো পার!
এপারের অপ্সরা তুমি ক্লিওপেট্রা মারলিন মনোরা
তোমা স্পর্শে যদি হই দগ্ধ কেঁদে হবো না জারেজার!
তোমার কোমলপ্রাণ নীতিবাদী জীবনে একাকার হওয়ার আগে
আমার অস্তিত্ব না হোক আগেভাগে দ্রবীভূত বিলীন !
যতবার জন্ম নির্ধারিত ঈশ্বরের রোজনামচায়
আমি তোমাকে না দেখে স্পর্শ হীন, হতে চাই না লীন!
কত বিবর্ণ রজনী কাটে নিদ্রাহীন ক্ষপাচর
এপিঠ ওপিঠ সারারাত অশ্রুসিক্ত হয় উপধান!
তোমার সর্বগ্রবতী ঝিকুটে ফেলে নাকি প্রতিবিম্ব
আমার দগ্ধা অবশেষ ফেলো তটিনী বুকে হইয়ো না অন্তর্ধান !