কবি কামাল মাহমুদ জয়
তোমার চোখে দেখি এক স্বপ্নিল ভোর,
সেখানে মিশে থাকে রঙিন সব কল্পনার ডোর,
ঝিলমিল আলোয় ঝরে প্রেমের জলধারা,
তোমার চোখেই যেন আছে আমার চাওয়া সারা।
তোমার চোখে দেখি এক অচেনা দিগন্ত,
যেখানে মিলে যায় সব আশা, সব বন্দনা,
সেই চোখের তীর্থে পায় মন আমার বিশ্রাম,
তোমার দৃষ্টির মায়ায় হারাই প্রতিদিন, অবিরাম।
তোমার চোখে দেখি এক আকাশভরা সুখ,
সেখানে নেই কোনো দূরত্বের দুখ,
তোমার চোখের নীলে মিশে যাই আমি,
তোমারি চোখে খুঁজে পাই আমার নিজস্ব স্বপ্নের নীড়খানি।