কলমেঃ প্রদুল কান্তি দে (শিক্ষক)
বাবার ইচ্ছে মাটির চাঁপায় খুশিতে দেয় দোলা,
ত্যাগের মধ্যে খুঁজে শুধু সব সুখের ঠিকানা!
বাবার চাই শুধুই বিশালতার বিনিময়ে সমান্য কিছু-
ত্যাগের শেষ ঠিকানা বাবার মায়া মমতা উজ্জ্বলতা!!
বাবার মুখের উপর কেউ উচিয়ে বলোনা বাক্য,
কারণে অকারণে যদিও হয় বাবা কখনো ক্ষিপ্ত!
বাবার হাস্যোজ্জ্বল মুখ ম্লান হয়না বিনা কারনে,
ধৈর্যের বাঁধ ফাটলের স্বাদ বিধিলে হয়তো বুকে!!
বাবার মুখের হাসি যখনই হারিয়ে যায় বায়ুতে,
তুষের আগুনের মতোই পুড়িয়ে হয় ছাই ভবিষ্যৎ!
বাবার বুকের ভেতর জমানো কষ্ট দেখাতে লজ্জা –
ভোগের ত্যাগের হাসির কান্নাার কতো অজানা স্মৃতি!!
বাবার মুখেতে হাসি ফোটে দেখিলে সকলের খুশি,
অজানা জয়ের বিশ্বাস তবুও কেনো যায় হারিয়ে!
বাবার প্রাপ্তি সকলের সুখের দীপ্তি জীবনটাই ধন্য-
কল্যাণ খোঁজে সহস্র ত্যাগের পাওয়া দুষ্কর ব্যাপার!!