সব দিক দিয়েই অনেক ভালো
তিনি মজনু ভাই
তবুও এত দুঃখ তাহার আমি
কি করে বুঝাই।
পড়াশুনায় ভীষণ পাকা
কোনো কমতি নাই,
তবুও বারবার খায় ধোকা
দুঃখের শেষ নাই।
চাকরির জন্য পরীক্ষা দিতে
সময় হলো পাড়,
তবুও কোনো হইলো না তো
একটা চাকুরি তার।
একত্রিশে বাসলো ভালো একজনারে
সে ছিল ভীষন পাক্কা মেয়ে,
মেয়েটি সবাইকে বললো তখন
আমি বিয়ে করবো প্রতিষ্ঠিত হয়ে।
এই কি হলো সুখের জীবন
কষ্ট দিয়ে ভরা ,
এত কষ্টে জীবন পার করে
নিরুপায় যারা তাঁরা।