কলমেঃ ফাতেমা আক্তার
===============
পৃথিবীর সবচেয়ে কম দামি জিনিস হচ্ছে দুঃখ,
দুঃখ টা টাকা ছাড়াই কিনা যায়।
মাঝে মধ্যে টাকা দিয়ে ও দুঃখ কিনে নেয় সুখের আশায়,
আসলে সুখ জিনিসটা হচ্ছে আল্লাহর দান।
সুখ সেতো ক্ষণিকের জন্য আসে,
দুঃখ আসে সারাজীবন এর জন্য।
আপনার মন চাইলেই সুখ কিনে নিতে পারেন,
কিন্তু এমন কোটি মানুষের ভিতরে একজনকেও দেখেছেন কি দুঃখ কিনতে।
আমি সেই একজন মানুষ যে ভালোবাসা দিয়ে,
দুঃখ কিনে এনেছি।
টাকা দিয়ে দুঃখ কিনে দেখেছি কেমন সাদ্ব লাগে,
দেখলাম ভালোই লাগে আস্তে আস্তে সুখে পরিণত হয়।
তাই আমি এখন সুখের পিছনে ছুটি না,
দুঃখ কিনে আনি আর তা সুখে রুপান্তরিত করি।