কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
জানি তুমি কস্মিনকালেও পাবার নয়
আমি বুঝি, জানি মানি, বোঝেনা আমার বিবশ মন!
মনের সাথে করি লড়াই, সারা দিনরাত বারাংবার
কিভাবে পাবো তব আসঙ্গ, তোমা ছাড়া চাইনা ধন!
দু'জন হাঁটবো জীবন পথে শ্যামল শস্য ক্ষেত পাহাড়ি ঝর্ণা, শত গিরি খাত
একান্তে দু'জন কাটাবো নির্জনতায় দিগন্ত সূর্য ডোবায় নিরিবিলি!
তুমি রুটি-রুজির ব্যবস্হা শেষে ফিরে পাবে আছি অপেক্ষায়
আনবো না জীবনে কভু বিরহ বেদনা বিরোধ তোমায় অবহেলি!
কেউ কাকে করবো না বিবর্ণ হৃদয়, দূঃখী কোন ভুলে
কাটাবো স্বর্গীয় সুখে আনন্দে বরষ মাস রজনী দিবস!
একে-অপরের প্রয়োজনে আসবো ছুটে সব ব্যস্হতা ফেলে
বিশুদ্ধ আত্মায় প্রণয়লীলায় আমৃত্যু আপ্লূতে বসবাস!
প্রতিশ্রুতিবদ্ধ হলাম এক্ষণে, হবে না ভুল-বোঝাবুঝি
সুখ যদি চাই সফেদ সচ্ছ প্রণয়ে, ধন সম্পদ গহনা নাহি খুঁজি,
বিষাদে হর্ষে আমোদে আহ্লাদে তোমার বুকে যেন মাথা গুঁজি
শত কসুর অপমান কটুক্তি অবমাননা যেন ক্ষমা করি আঁখি বুজি!