ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ
====================
গাছের ডালে দোলনা ঝোলে,
খেলছি সবাই দলে দলে।
আম কুড়াই, জাম তুলতে যাই,
সবাই মিলে একসুরে গান গাই।
নদীর তীরে পাথর ছুঁড়ে,
কোথায় ভেসে যায় ঢেউয়ের পরে।
খেজুর গাছে উঠতে গিয়ে,
পড়লাম নিচে হেসে বেয়ে।
পুকুর পারে মাছ ধরার ধান্দা,
বড়শি ভিজে, নেই তো সন্ধ্যা।
পেট ভর্তি তালের পিঠে,
বৃষ্টি এলে দৌড়াই নিচে।
দূরন্ত শৈশব, অমল দিন,
রোদে পুড়ে, তবু মজার চিন।
মায়ের বকুনি,বাবার স্নেহ প্রাণে,
শৈশবের স্মৃতি মনের গহীনে।