কলমেঃ এস চাঙমা সত্যজিৎ
অতীব নির্দয় ধর্ষকের কুকীর্তিটা
খুবই যুগোপযোগী কবির কবিতা
লিখেছেন কবি অধুনা যুগের বার্তা
অফুরন্ত কথামালা বিশ্বের ধর্ষিতা।
বেদনাসিক্ত হৃদয়ে বর্ণিত কাহিনী
পুরুষের সক্ষমতা বিকলাঙ্গ বাণী
স্মৃতি রোমন্থন করে বিশ্বময় ধ্বনি
নারীদের বলাৎকারে চারিদিকে শুনি।
শয়তান কাপুরুষ কুৎসিতের চিত্ত
নারীর উপর ক্ষিপ্ত ধর্ষক দুর্বৃত্ত
অসভ্য কামাগ্নি দুষ্টু মনোবৃত্ত
কলঙ্কিত কামাভাবে হয় তার সৃষ্ট।
কুকর্ম করেছে সেই পুরুষ ধর্ষক
অসভ্য জাতে মহিষাশুর প্রবর্তক
লণ্ডভণ্ড ব্রহ্মাণ্ডের ত্রিভূনে নিন্দুক
জগতের গঙ্গাদেবী সেজে হন্তারক।
নারীর উপর নির্যাতন ধ্বংসলীলা
অবশ্যই ভরাডুবি কাটে তার বেলা
পৃথিবী ধ্বংসের মুখে সৃষ্টি লীলা খেলা
মহিষাশুর পতনে হয়েছে অবেলা।
ধরিত্রী অসহ্য যন্ত্রণা করে কুমন্ত্র
কামাতুর কাপুরুষ করে ষড়যন্ত্র
হিংস্র জানোয়ার রূপী পুরুষত্ত্ব তন্ত্র
সৃষ্টির প্রলয় যেনো দানব অতন্ত্র।
ধর্ষকের কুকীর্তিতে নিন্দা প্রতিবাদ
বিচারহীনতা দায়ী জ্ঞানে অপবাদ
মূর্খের তাণ্ডব লীলা বিশ্বের বিষাদ
জ্ঞানের অভাব হেতু ধর্ষণে সংবাদ।
এস চাঙমা সত্যজিৎ
ফ্রিল্যান্সার সাংবাদিক, কবি ও
চাঙমা বর্ণমালা গবেষক।