কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
রোজ সভ্যতা হচ্ছে নর বলি !
ধর্ষকের তান্ডব চলছে, মর্গ থেকে অলি-গলি!
যৌন ক্ষুধা যখন পশুর জাগে
মর্গের লাশ বা রক্ত কুসুম শিশু, একই তার লাগে!
ধর্ষক তুই সাধু রূপি এক ভন্ড
তুই অজাত কুজাত মানবতা হীন ষণ্ড!
তুই নষ্ট পিতার গনোরিয়া বীর্যের সন্তান
নষ্ট মায়ের গর্ভে জন্মানো, বেঁচে যে অকাতরে অধস্তন!
ধর্ষক সে গলিত পচা দেহের কীট
বেজন্মা এক নষ্ট দম্পতির মুদ্রার উল্টো পিঠ!
ধর্ষক এক রুচিহীন ঋষভ, বিবেকহীন পশু
তার বিকৃত রুচি মানেনা, বৃদ্ধা কিম্বা শিশু !
হে ধর্ষক তুই পাষন্ড, হত্যাকারী
তোর সাথে সভ্যতা, ধর্ম, সবার চির আড়ি!
ধর্ষক এক ঠান্ডা মাথার খুনি --
তোর হিংস্র থাবায় নষ্ট সমাজের ভবিষ্যৎ প্রমাদ গুনি!
ধর্ষক এক পাপিষ্ঠ হিংস্র হায়েনা জানোয়ার
দেখা মাত্র ক্রস ফায়ারে মৃত্যুদন্ড দরকার !