কলমেঃ দেবিকা রানী হালদার
আঘাতে জর্জরিত জীবন আমি দেখেছি
কষ্টেসৃষ্টে সে নিষ্ঠুরতার থেকে বাঁচতে শিখেছি!
দেখেছি সংখ্যা লঘূ হওয়ার ইদুর জীবন
সেদিন কেউ ছিলো না কাছে টেনে নেয়া আপন!
জাত-পাত মিথ্যা ধর্মের মুখোশ ধারী লোক
এ বিশ্বে তাদের ই জয়জয়কার আজীবন হোক,
সত্যি মিথ্যার পার্থক্য বুঝে না আদম সন্তান
নারী গতর আর অর্থবিত্তের লোভে বিকায় ঈমান!
অহেতুক মসজিদ মন্দির কেতাদুরস্ত বসনে গমন
একবারে ও ভাবে না সেই সৃষ্টি কর্তা হঠাৎ পাঠাবে সমন!
তবু ও ধর্মীয় ধোঁকার জয়জয়কার এ বিশ্বে
বাংলাদেশ ভারত পাকিস্তান এ কামে সর্ব শীর্ষ!
হিন্দু-মুসলমান ধর্মের চুড়ায় বসে করে রাজনীতি
জানেইনা সবাই এক জায়গায় সৃষ্টি, একে অন্যের জ্ঞাতি!
ব্যবসা বানিজ্য ক্ষমতায় যাওয়ার হাতিয়ার তাদের ধর্মীয় ধোঁকা
আজ-ও আমরা এতোই অপরিনামদর্শী নির্বোধ, সহজে বানানো যায় বোকা!
ধর্মের কথা শুনলে পরে হিন্দু কিম্বা মুসলমান
হারিয়ে ফেলে বোধ বিবেক, হয়ে যায় অজ্ঞান,
ভূমিদস্যু বা হোক ধর্ষক, হোক যতবড়ো আহাম্মক
ঝাপিয়ে পড়ে ভোট দেন, সবাই যেন বোধহীন না বালক!