কলমেঃ গাজী জিয়াউর রহমান
হে নওজোয়ান!
তোর কি রে আর ভাঙবেনা ঘুম,
বল্ তুই বল
কোন অলসতা দিছে তোরে চুম।
তুই চেয়ে দেখ
ফিলিস্তিনের পূর্ণভূমিতে
দেখ চেয়ে দেখ
রক্তকোমল ফুটিছে রক্তে।
চেয়ে দেখ ওই
লাশের সারিতে তোর ভাই,বোন,
বল তুই বল
রক্ত দেখে কি তোর কাঁদে মন?
ওরে জেগে ওঠ
কত মা’য়ে কাঁদে সন্তান লাগি,
চোখ মেলে দেখ
কত বোন কাঁদে আজ স্বামী ত্যাগী
তুই জাগা ওঁজ
ধ্বংস বীনা দে বাজিয়ে ধরাতে
কাঁপুক বিশ্ব
তোর সে হিংস্র ভয়াল থাবাতে।
উল্কা হয়ে যা
আঘাত হান রে ইহুদির বুকে,
বদ কর সব
ইজরায়েলির জানোয়ার দেখে।
ফিরিয়ে দে তুই
শান্তির ধারা বিশ্ব মাঝেতে,
স্বরবে বিশ্ব
তোর অবদান, সকাল সাঁঝেতে।