কলমেঃ দেবিকা রানী হালদার।
মন কেন কাঁদে আমি জানি না
এ বাংলা আজ শ্বাপদের আস্তানা আমি মানি না,
অনিঃশেষ লাভার দৃষ্টিতে রবে শুধু মানব কঙ্কাল
কে তুমি অর্বাচীন এদেশের উদ্ভট জঞ্জাল?
অনুসৃত অবহেলিত পদদলিত করছো দেশের ইতিহাস
দুরাশার বালুচরে শ্মশানে জ্বলবে তোমার বিলাস!
আরোধ্য গন্তব্যে হবে হে কুপমুনৃডুক তোমার নরক নীলয়
নতজানু হয়ে ক্ষমা চাইলে ও রক্ষা পাবেনা তুমি ও তোমার আলয়!
উদ্বাস্তু হবে তুমি, মার্কিন মুল্লুকের ফেরিওয়ালা
তোমার সাঙ্গপাঙ্গ কীটপতঙ্গ সব, নয় তুমি একলা!
পরিণতি জানো তুমি ঘষেটি বেগম জগৎ শেঠ সব হোতা
নির্বাতায়ন কবরে হয়েছে ঠাই খাচ্ছে পাপে শীলনোড়ায় গুতা!