কলমেঃ শায়লা আহমেদ
আচ্ছা নম্রতা তুমি বলতে পার
জীবন চলার পথে স্বপ্নময়ী সময় গুলো খুব দ্রুত বিমূর্ত রাতের বুকে মিশে যায় কেন?
মাঝে মাঝে নিজের অনুভুতি গুলো বেশ ভাবায়,
মায়া কান্না এসে যখন তখন বসতি গড়ে
আমার স্বপ্নে মোড়া দু নয়নে!
যে তুমি টা শুধু আমার ছিলে
আজ সেই তুমি অন্য কারো!
আমি ঠিকানা বিহীন তোমাকে
খুঁজে পেতে ছুটে চলি দিক্বিদিক।
নম্রতা “তুমি আমার” অসম্পূর্ণ
গল্পের ছিঁড়ে যাওয়া শেষ পৃষ্ঠা,
আমি ফিরে যায় সোনালী দিনে
শুধু একটিবার যায়গা পেতে তোমার খেয়ালী মনে।
তোমার সাথে কথা হবে হয়তো
সেই আগের মতো করে
এটাই আমার প্রত্যাশা শুধু
তোমার তরে আজও মন পোড়ে।