কলমেঃ শায়লা আহমেদ
আমি বর্ণ দিয়ে শব্দ গাঁথি
শব্দ দিয়ে সাজাই ছন্দ,
লিখতে আমার ভালো লাগে
তাই খুঁজিনা কখনো মন্দ!
শব্দ আমায় হাসতে শেখায়
ছন্দ শেখায় বাঁচতে,
লেখা লেখিতে বাস্তবতা খুঁজি
ভুলিনা একসাথে পথ চলতে!
শব্দের মাঝে খুঁজি হারানো সুখ
ছন্দের দোলনায় দুলি,
মনের কথা কলমের আঁচড়ে
হরেক রকমের বুলি!
আমি শব্দ ছন্দ দিয়ে লিখি
মনের শত সহস্র আবদার,
কবিতা আমার আমিও হয়ে
যায় মাঝে মধ্যে কবিতার!
কবিতা আমার মনের খোরাক
রোজ বসি তাই লিখতে,
কবিতা আমার সস্তির নিশ্বাস
ক'জন পারে সেটা চিনতে!
বর্ণ আমার কাছে আকাশ স্বরূপ
ছুটে চলা ঝর্ণা ধারার মতো,
শব্দ আমার কাছে দুঃখ ভুলানো
গল্প হাজারো কত শত!
কবিতা নয়তো বছরে মাসে
রোজ হোক কিছু লেখা,
নয়তো দিন বিশেষে মনের কথা
কলমের আঁচড়ে থাকুক আঁকা!