কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
তুমি আমার কাছে আজ আবছা চেহারায়
ঢেকে গেছে সূর্য কিরণ তুচ্ছ কুয়াশায়!
তবু্ও চিনে নিতে পারি তোমায়
প্রদোষকালে অমৃতাশুর দীপ্তিমান জোছনায়!
কত পথ দূরত্বে তুমি আজ, আমার দীর্ঘ নিঃশ্বাস
শত আলোকবর্ষ পেরুতে একসাথ, করে ছিলাম বিশ্বাস!
দেখেছো অর্থ-বিত্তের ঝলকানি কারো, আর দেখো নাই কিছু
সঁচিত ভালবাসার উর্মিমালায় চেপে, ছিলাম তোমার পিছু!
তুমি আছো আজও আমার রক্তের লোহিত কণিকা প্রবাহিত হৃদয়
আছো আজ-ও রক্ত স্রোত বাহি শিরা-উপশিরায়!
থাকো রাধা রূপে মর্মে, শ্বাসে, আমার সব বিনয় যাগ্যে
প্রতি রক্তকণিকায় থেকে-ও তুমি নাই আমার ভাগ্যে!