কলমেঃ মায়া পারভীন।
মাটির বাড়ি মাটির ঘর যেতে হবে একদিন,
যেতে হবে সেথায়, যেথা অন্ধকার মলিন।
এই যে খেলা রঙের মেলা, নিমিষেই হবে শেষ,
দিন ফুরালে ডাক আসবে, থাকবে না আর বিশেষ।
থাকতে সময় করো জমা,আখিরাতের সম্বল,
না হলে ভুগতে হবে, পরপারে কোন্দল।
যাবে না সাথে আর কিছু, পাপপুণ্য ছাড়া,
থাকতে সময় জমা করো আখিরাতের ভাড়া।
দিনে দিনে দিন ফুরাবে ঘাটে ভিড়বে তরী
পরো পারে পূঁজি শুধু পূণ্যে কেনা কড়ি,
মসজিদের ওই মিনারে, প্রচার যখন হবে
তখন তুমি লাশ, হাস ফাঁস, করবে আগন্তুক সবে!
নামটি বলবে না কেউ, লাশ হবে যখন
শেষ গোসলে আতর গরম জল, জোগাড় রবে তখন
সাদা কাপড় কফিন বদ্ধ অন্ধকার কবর।
সেখানেই থাকতে হবে সহস্র বছর!
মাফ করে দাও স্রষ্টা তুমি অধমের আজাব।
আখেরাতের শেষ বিচারে, করো মোরে নাজাত,
সকল গুনাহ মাফ করে, করো আমায় নেক বান্দা
আমি অধম, মতিভ্রম ছিলাম ভবে আন্ধা!