কবি বাসুদেব বসু (শিক্ষক)।
=================
ফাগুন এসেছে দ্বারে,
শীত যায় চলে;
কোকিল ডেকেছে গাছে।
দখিনা বাতাস বহে,
মৃদু মৃদু করে;
দিন যে হয়েছে বড়।
সূর্য তাপ বেড়ে যায়,
শিমূলের কলি ফুঁটি ফুঁটি;
পলাশ ফুলে মৌমাছি আসে।
মটরশুঁটি তুলেছে,
পোড়ায়ে খাবে তারা;
খাবে আর দিবে তারা।
মাঠে-ঘাটে আজি,
চলেছে কৃষাণ;
কাজের তরে আজি।
যুবতীরা চলেছে পথে,
নিতম্ব দোলায়ে;
চুলগুলো ওড়েছে বাতাসে।
হঠাৎ মেঘ করেছে,
বিদ্যুৎ চমৎকায় আকাশে;
বৃষ্টি আসে আসে।
নীল আকাশে,
চাঁদ উঠেছে ঐ;
ভূতুম পেঁচা ডেকেছে ঘরের চালে।