কলমেঃ রওশন রোজী
একদিন আনন্দ ঝংকারে
যে ঘর বেজে উঠেছিল স্বপ্নের শিরি
সে ঘর আজ নিছক স্বপ্ন,নিছক তামাসা
রঙগুলো সব হারিয়ে গেছে ক্ষণিকের তরে
রেখে গেছে ভোগ বিলাসের কিছু স্মৃতি চিহ্ন
থেমে গেছে নুপুরের শব্দের কান্না
আকাশে বাতাসে ভেসে বেড়ায়
তাদের আর্ত চিৎকারের পদধ্বনি।
দেওয়ালে দেওয়ালে বন্দী নারীর
উলঙ্গ নৃত্যের করুন কাহিনী
করে ওরা নারীদের ব্যবহার
মুছে ফেলে জীবনের ইতিহাস।
মুখে তাদের ছলনার হাসি
ভিতরে অন্তর দাহ জ্বলে উঠে বার বার
নারী শুধু তামাশা হাসি হেসে যায় আজীবন ভর
পুরুষের মনোরঞ্জনে যৌবনের মহাসঙ্গীতের গান।
শেষ হলে ফেলে দেয় যৌবন হারানোর দায়
ভুলে যায় নারী, যৌবনের বেদনার কান্না গুলো
শুধু ই স্মৃতি গুলো ভেসে বেড়ায়
অন্ধকার রাতের তারার মেলায়।
কণ্ঠে ধব্বনিত হয় নর পিচাসেের প্রতিচ্ছবি,
হায়ানার অট্ট হাসির ফোয়ারা ঝলক মদের বোতল
টাকা ছড়ানো দৃশ্য অতিথি লায়
মেতে উঠে তারা নারীর দ্বীপ্তময় জীবনের করুন সুরে।
আনন্দ মেলা শেষ হলে,শুরু হয় নারীর জীবনের হা–হা-কার অন্ধকার কুঠিরের কান্না
এভাবেই হেরে যায় নারী তার জীবনের কাছে
ঢেকে যায় কিছু গল্প, কিছু না বলা চিত্র।