কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
উদ্বেলিত সমুদ্রের ঢেউ
উচাটন মন,
চায় কাটতে সাতার
দেহে তব সদা অবগাহন!
তুমি আমার মারলিন মনোরা
মোনা লিসা, ট্রয়ের হেলেন,
যতই আদর সোহাগি সারাক্ষণ
তবু আমি তোমার মুখে ভিলেন !
তুমি আমার গোমেদ পোখরাজ
কি দেই রূপের তুলনা,
গভীর রাতে দু'হাত প্রসারি
ঘুচাও ক্লান্তি শ্রান্তি মনের বেদনা !
যখন তুমি রেগে যাও
তপ্ত আতাকামা মরুর মত,
আদর সোহাগে লেপ্টি দেহ
ব্যর্থ রোদন শত!
আটলান্টিক উর্মিমালার মত ফুঁসো
নাই কোন সহৃদয়তা,
যতই সানিধ্যে যাই তব
তুমি হও অপহন্তা !
বজ্র বিদীর্ণ তব চীৎকার
আগ্নেয়গিরি লাভা,
যখন শান্ত হয় তব 'মেজাজ'
উদিত সূর্যের আভা !
তোমার কামুকী নয়ন
ছিনালি আচরণ,
সবই বাসি আমি ভালো
নিরক্ষ তুমি চির আমার জীবন!!