নারী তুমি সর্ব জয়ী, বিশ্বের যা কিছু মহান
সেই সুমেরীয় সভ্যতা থেকে সবই তোমার দান!
তুমি যোগ্যতা গুনে হয়েছিলে পুরোহিত, হয়েছিলে নোবেল বিজয়ী
সেই শতবছর আগের নোবেল জয়ী হয়েও তুমি মমতাময়ী !
ঠেলেছো হেশেল চালিয়েছো কারখানা বিশ্বযুদ্ধ কালে
তবু ও নারীকে বানায় 'নগর পতিতা', পুরুষ ছলে বলে!
দুর্গম পথে চলো তুমি শ্বাপদ সংকুল বিশ্বময়
চাওনি কোনদিন অর্থবিত্ত, সন্তান কোলে তুলে লাস্যময়!
আজীবন তুমি শিকড়হীন, স্বামী সন্তান বাবার ঘর
গর্ভের সন্তান বৃদ্ধাশ্রম পাঠায়, সম্পর্ক টা করে পর!
শিশু কাল থেকে ধর্ষণ শাসন কালো কাপড়ে মোড়া নারী
সারা জীবন শ্রম দেয়া নারীর হয়না নিজ বাড়ি !
পুরুষের হাতে নারী শিশু, ধর্ষিত হয় পথে ঘাটে
মন্দির মসজিদ স্কুল মাদ্রাসা হয়তো খেলার মাঠে!
ব্যথায় কাতরায় লাশ হয়ে ফেরে, হাসপাতালের খাটে
দশ বিশ বছর আদালতে ছুটে, বিচার যদি জোটে !
প্রেমিকের হাতে পতিতালয় বিক্রি, হচ্ছে নারী অহরহ
কোথায় নারীর নিশ্চিত জীবন ঈশ্বর তুমি কহোঁ !
দুবাহু বাড়িয়ে ক্লান্ত পতিকে ঢেলোছো সুধার বর্ষণ
সেই জায়া জননী মায়াময় নারীকে, কেমনে পুরুষ করে ধর্ষন?