কলমেঃ বিলকিস নাহার মিতু
নারী কেন ধর্ষিতা আজ
প্রশ্ন সবার তরে?
মা-বোনওতো আছে ওই সব
কুলাঙ্গারের ঘরে।
নারী কেন চলার পথে
থাবার স্বীকার হয়?
ছোট-বড় সব নারীরা
চলতে পাচ্ছে ভয়!
নারী কেন নিরাপদ নয়
আমার বাংলাদেশে?
কেন নারীর আর্তচিৎকার
আসে হাওয়ায় ভেসে?
নারী কবে স্বাধীনভাবে
করবে বসবাস?
দেশ কি কভু পারবে দিতে
নারীকে আশ্বাস?