কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
কেন নারী তুমি ছলনায় আটকায় ফেলো পুরুষ
মিথ্যা বলা হিংসা প্রতিশোধ স্হুল বুদ্ধি তে তোমার নাই হুঁশ!
কে শিখালো তোমায় দেহ পণ্য হতে
গায়ের খাঁজ বুকের ভাজ মেলে দিতে?
শরীরের উঁচুনিচু গিরিখাত ভঙ্গিমায় পুরুষ বাঁধার ছল
কে শিখালো তোমায় অক্সফোর্ড পাশ করেও এটাই পুরুষ আটকনো কৌশল!
বিশ্বের শত-শত প্রসাধনী কোম্পানি নারীর জন্য
সোনার জেওর রুপার খাড়ু সাজুগুজু ব্যবসায়ীকে নারী করেছে ধন্য!
তুমি যদি ইউরেনিয়াম আনবিক ভর আবিষ্কার শিখতে
শাহনামা মেঘনাদ বধ ওয়ার & পীচ কাব্য সাহিত্য লিখতে!
তুমি যদি পদার্থ বিজ্ঞান রসায়ন ফর্মুলা শিখতে --
দেহকে পণ্য না করে মেধার প্রতিযোগিতা পণ্য করতে,
কে বললো তোমায় 'কাস্টিং কাউচ' হতে
কে শিখালো তোমায় শোবিজে পরিধেয় বস্ত্র খুলতে?
কে বললো সংস্কৃতি জগতে যৌনতা যোগ্যতার পরিমাপ
কেন মডেলিং নাটক সিনেমায় দেহের ছড়াও উত্তাপ?
পুরুষ তোমায় পণ্য হতে উৎসাহ দেয়
তোমার মেধার মানদণ্ড এখানেই হয় ক্ষয়!,
তুমি নারী ইনিয়ে বিনিয়ে ঘরেই পতির গা ঘেষা স্বভাব
নিজেকে মানুষ ভাবার ব্যক্তিত্বের অভাব!
তুমি মানুষ তা নিজ ঘরেই রাখো না পরিচয়
সেবা দাসী যৌন দাসী এমন স্বভাবে তটস্থ থাকো সবসময়!
পুরুষকে দুর্বল করতে নিজে তুলে ধরো যেন আছো হারেমে, বাঈজি বা যৌনদাসী রূপে
নিজ ঘরেই তুমি বাস করো আছো যেন যৌনতার কোন কূপে!
নিজ ঘর সংসারে তুমি আজ্ঞাবহ, হুকুম দাতা তব পতি
পুরুষের পর্দা নাই, বহুগামী, তোমার থাকতে হয় সতী!
সুপারস্টার নয়, ঘরে বাইরে হও সুপারটেলেন্ট
যৌন আবেদনময়ী নয়, হও সব জায়গায় ব্রিলিয়ান্ট!
নারী নিজেই মধ্য যুগীয় 'হারেমে' স্বইচ্ছায় মাথা ঢুকায়
পুরুষ ঘরের-বাইরে গেলে চিন্তা নারীর, কি যেন ফেলে হারায়!
পুরুষ যদি সব ঝেড়ে অফিস-আদালতে করতে পারে কাজ
তোমার কেন যৌন আবেদনময়ী হতে আসে না মনে লাজ!