কলমেঃ সাহেলা সার্মিন
বেগম রোকেয়া হলেন
নারী জাগরণের ইন্ধন,
গৃহবন্দি নারীদেরকে দেখালেন
শৃঙ্খল মুক্ত জীবনের সন্ধান।
নারীদেরকে করতে ঘরের বাহির
তাকে সইতে হয়েছে কতো লাঞ্ছনা,
নারীদেরকে শিক্ষার আলো জ্বালাতে
বইতে হয়েছে কতো শত বঞ্চনা।
নারীর জীবন জগৎ নিয়ে
করেছেন গভীর উপলব্ধি,
নারীদের জন্য খুলেছেন স্কুল
গৃহবন্দি জীবন থেকে দিতে মুক্তি।
তার দু-চোখ ঘিরে স্বপ্ন ছিলো
জ্বল জ্বল করতো ভবিষ্যৎ,
যুগ যুগ ধরে নারীর জীবন
এভাবেই হয়ে যাবে নস্যাৎ?
বোন,মা,চাচি, খালা,ফুপুরা
মায়ায় বেঁধে রেখেছে সংসার,
সবাইকে রেখেছে হাসি আনন্দে
নিজেদের জীবন পুড়ে ছাড়খার!
ইচ্ছা অনিচ্ছার দাম নেই কোনো
নারীর জীবন এমনি বাঁধা,
শিক্ষাই দিতে পারে এদেরকে মুক্তি
রোকেয়ার মনে ভীষণ ব্যথা!
পারিবারিক ও বিবাহ প্রথায় বৈষম্য
অবরোধের ঘেরাটোপে বন্দিজীবন,
স্বামী সাখাওয়াতের সহায়তায়
করলেন নারী মুক্তি আন্দোলন।
আঠারো বছর বয়সেই সমাজ সেবায়
জড়িয়ে পড়েন পাঁচজন শিক্ষক নিয়ে,
মেয়েদের স্কুল চালু করে দিলেন
জান প্রাণ দিয়ে!
সেই প্রচারের সীমারেখা
আর হয়নি সীমাবদ্ধ,
নারী পেয়েছে মুক্ত জীবন
শিক্ষা ও কর্মমূখর সুখ সমৃদ্ধ।