কলমেঃ সাদিয়া আক্তার দীঘি
নারী তুমি জায়া জননী কন্যা
তোমারে পেয়ে এ বিশ্ব ধন্যা!
সেবিকা তুমি, তুমি ডাক্তার,
শিক্ষক তুমি ইঞ্জিনিয়ার;
তবুও সমাজ দেয়না তোমার দাম।
সব কিছুতেই তোমারই বদনাম।
জন্মালে মেয়ে কি আপশোষ,
যেন সবটাই মেয়েদের দোষ।
না হলেও তাই দুষবে সবাই
যেন গর্ভের দায় তারই একাই,
বলবে এ নারী বাজা।
নারীর উপরে দোষ দেওয়াটাই সোজা।
প্রথমে সে মেয়ে বৌ তারপর,
জন্ম থেকেই বরাবর পর।
কিছুদিন পরে সে হয় শ্বাশুড়ি
ভরা চল্লিশে তখনই সে বুড়ি।
নারী জীবনের এটাই তো ইতিকথা,
হৃদয় মথিত ব্যাথা।
সম্মানহীন পুরুষের ভালবাসা
নারীর কখনও মেটায় না প্রত্যাশা।
হৃদয় দিয়ে সে একা ভালবেসে যায়,
পুরুষ তুমিতো শুধুই ছলনাময়।
সীতাকেও তাই দিতে হয়েছিল দাম,
আগুনে পুড়েই ঘোচাতে সে বদনাম।
ঝাঁসির রানী ও ছিলেন একজন নারী,
অত্যাচারের বিরুদ্ধে তার উদ্ধত তরবারি।
পুরুষ শাসিত সমাজে আজও দেখি,
আইন কানুন সবটাই যেন মেকি।
তবু যেনে রেখ নারী দুর্বল নয়,
লড়াই করে সে ছিনিয়ে আনবে জয়।
শিক্ষাই হলো মুক্তির পথ আজ,
স্বাবলম্বিতা ভাঙ্গবে পুরুষরাজ।
যদি নিজের বলেই নিজে হও বলিয়ান,
তবে ফিরে পাবে যোগ্য সে সম্মান।