সুজন কুমার রায়
কাকিনা, কালীগঞ্জ, লালমনিরহাট।
বর্ণহীন আমাকে তুমি শূন্যতার মাঝে করেছ বিবর্ণ,
বিষণ্ণতার ভারে আজ আমার একাকীত্ব বড়ই বিদীর্ণ।
বিরহবিধুর অনুরাগে আমার স্বপ্ন গুলো লোচন জলে ভিজে,
নিঃসঙ্গতা ছুঁয়েছে আমায় দুঃখ গুলো সুখের পরশ খুঁজে।
ঠোঁটের কোনে আজ আবেগের অভিযোগ জমেছে শত,
হাসির আড়ালে যন্ত্রণা গুলো স্বপ্ন ভাঙ্গে অবিরত।
ব্যথা বিহ্বল অনুরাগে আমি সদা সজল নয়নে কাঁদি,
কষ্ট গুলো আমায় করছে আঘাত সয়েছি নিরবধি।
ব্যর্থতার চির চিহ্নাঙ্কিত হয়েছে আজ বিবর্ণ মৃত্যু আঁখিপাতে,
নিস্পন্দিত যুগ্ম আঁখি ভ্রুতলে ভিচ্ছে অশ্রু স্রোতে।
হাসির আড়ালে কষ্ট লুকাই নীরবে কাঁদে অন্তর,
বিষণ্ণতা আর শূন্যতা মিলিয়ে জীবন আজ অসম্ভব সুন্দর।