কলমেঃ মুসলিমা আক্তার
===============
আপনারে বাসি ভালো সম্মান করি কতো।
আপন আবেশে চলি মাথা করিনা নতো।
সংগ্রাম সেতো চেয়ে নেয়ার জিনিস নয়,
নয় আগ্রহ তৈরির বিষয়।
এসেই যদি যায় এমন কিছু
তখন সংগ্রাম করতেই হয়।
আপনার কথা আপনিই বহুত হিসেব চলেছি কষে,
যখন হৃদয় কাঁপে দুরুদুরু
বুঝে পাই কোন ভুলের বিষে।
একদিন যদি করি ভুল - শত দিনের শিক্ষা,
নিজেই নিজের শুধরাই- নিজেই নেই দীক্ষা।
আত্ম সম্মান আত্ম খেয়াল নিজের মাঝে পাই,
আপোষ কেন করবো অন্যায় নেই তাই।
ভুলে যদি ভুল হয় মোর অজানা থাকে দূরে,
যখন বুঝতে পারিবে দোষ-চেষ্টা থাকে হওয়ার নির্দোষ।
পৃথিবীর যত গ্লানি আছে এড়িয়ে চলি গোপন,
সমাজ-সম্মান টিকিয়ে ভালোই- চলছি আপন।
ভয় করিনা অন্যায় সহ্য নয় এমনি মোর বর্ণ,
সবার তরে রেখে যেতে চাই আমার সুকর্ম।